নোটিশ

বার্ষিক পরিক্ষার রুটিন প্রকাশ হয়েছে

ভর্তি সংক্রান্ত কিছু নির্দেশনা

 ভর্তি সংক্রান্ত কিছু নির্দেশনা


১।  মাদরাসার পোশাক পরিহিত ছবি আপলোড করতে হবে, খেয়াল রাখতে হবে ছবিটি যেন বর্গাকৃতি হয় এবং পোশাকের রং যেন আমাদের নির্ধারিত রংয়ের ভিন্ন না হয়। এক্ষেত্রে মাদরাসা থেকে কাপড়ের স্যাম্পল নিয়ে যেতে পারেন। 

 মাদরাসার পোশাক:

ক. ছাত্রদের জন্য হালকা আকাশী রঙের পায়জামা পাঞ্জাবী, সাদা সূতার টুপি ও ক্যাটস। 

খ. শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীদের জন্য সাদ্দা সালোয়ার, স্কার্ফ, কমরের বেল্ট ও হাল্কা আকাশী রঙের ফ্রগ এবং তৃতীয় ও তদুর্ধ্ব শ্রেণির ছাত্রীর জন্য কালো রঙের স্টেপ বোরকা।


২। ভর্তির সময় ১১/১২/২৪ থেকে ১৯/১২/২৪ পর্যন্ত।

৪। ভর্তি হওয়ার সময় যেসব কাগজপত্র স্ক্যান করতে হবে সেগুলো হলো শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, শিক্ষার্থীর নাগরিকত্ব সনদ, অভিভাবকের জাতীয় পরিচয় পত্র, অভিভাবকের নাগরিকত্ব সনদ ও অভিভাবকের ছবি।

৫। কাগজপত্র সমূহ জমা দেওয়ার পরে, ফি প্রদান করুন। ফি প্রদান করা সম্পন্ন হলে আপনার ভর্তি সম্পূর্ণরুপে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। 


Powered by Blogger.