কিতাব বিভাগ (ইসলামি শিক্ষা বিভাগ) ভর্তি নির্দেশিকা
একাডেমিক বিভাগ ভর্তি নির্দেশিকাঃ
কিতাব বিভাগের ১ম থেকে ৮ম শ্রেণিতে ভর্তির জন্য বাংলা, ইংরেজি ও গণিতের সাথে আরবী ভাষার জ্ঞান অবশ্যই থাকতে হবে। নচেৎ কিতাব বিভাগে ভর্তি নেয়া হবে না।
ভর্তি পরীক্ষা নির্দেশিকা: কিতাব বিভাগে ভর্তি পরীক্ষার জন্য ভর্তিচ্ছুক শ্রেণির নিম্ন শ্রেণিগুলোর আরবী (আরবী সাহিত্য, কুরআন, মিযান, নাহু ইত্যাদি), বাংলা, ইংরেজি ও গণিত থেকে পরীক্ষা নেয়া হবে। তাই ভর্তিচ্ছুক শ্রেণির নিম্নের শ্রেণির বই পড়ে প্রস্তুতি নেয়ার পরামর্শ রইল।
এ বিভাগে ভর্তি যোগ্যতা:
১। শিশু শ্রেণি ভর্তিচ্ছুক শিক্ষার্থীর বয়স ৫-৬ এর মধ্যে প্রথম শ্রেণিতে ৭ এর মধ্যে, দ্বিতীয় শ্রেণিতে ৮ এর মধ্যে, এবং অন্যান্য
শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর বয়স এ অনুপাতে হতে হবে।
২। ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে হবে।
শ্রেণি: প্রথম- আরবী বর্ণমালা সংশ্লিষ্ট প্রশ্ন, হরফ দিয়ে শব্দ গঠন, শব্দার্থ লেখা (আরবী থেকে বাংলা), আরবী সংখ্যা নাম ইত্যাদি সম্পর্কিত মোট ৩০ নম্বরের আরবী প্রশ্ন থাকবে। গাণিতিক সংখ্যা, ইংরেজী সংখ্যা, যোগ ও বিয়োগ ইত্যাদি সংক্রান্ত মোট ১৫ নম্বর গণিতের প্রশ্ন থাকবে। ইংরেজী বর্ণ, শব্দ তৈরি, শব্দার্থ (বাংলা থেকে ইংরেজী ও ইংরেজী থেকে বাংলা), শূন্যস্থান পূরণ, ইত্যাদি বিষয়ে মোট ১৫ নম্বরে ইংরেজী প্রশ্ন থাকবে। বাংলা বর্ণ, শব্দ গঠন ও স্বরচিহ্ন ইত্যাদি সম্পর্কিত মোট ১৫ নম্বর বাংলা প্রশ্ন থাকবে। বিঃ দ্রঃ উল্লেখিত দিকনির্দেশনা অনুযায়ী শিশু শ্রেণির বই থেকে প্রস্ততি গ্রহণের পরামর্শ রইল।
শ্রেণি: দ্বিতীয়- হারফ দিয়ে শব্দ গঠন, শব্দার্থ লেখা (আরবী থেকে বাংলা, বাংলা থেকে আরবী), বাক্য তৈরি আরবী সংখ্যা নাম ইত্যাদি সম্পর্কিত মোট ৩০ নম্বরের আরবী প্রশ্ন থাকবে। বাংলা বর্ণ, শব্দ গঠন, বাক্য তৈরি, স্বরচিহ্ন ও প্রশ্নোত্তর ইত্যাদি সম্পর্কিত মোট ১৫ নম্বরের বাংলা প্রশ্ন থাকবে। অংক, ইংরেজী সংখ্যা, যোগ ও বিয়োগ, রোমান সংখ্যা, ক্রমবাচক সংখ্যা ও খালিঘর পূরণ ইত্যাদি সংক্রান্ত মোট ১৫ নম্বর গণিতের প্রশ্ন থাকবে। ইংরেজী শব্দ তৈরি, শব্দার্থ (বাংলা থেকে ইংরেজী ও ইংরেজী থেকে বাংলা), অনুবাদ, শূন্যস্থান পূরণ, ইত্যাদি বিষয়ে মোট ১৫ নম্বরে ইংরেজী প্রশ্ন থাকবে।
বিঃ দ্রঃ উল্লেখিত দিকনির্দেশনা অনুযায়ী প্রথম শ্রেণির বই থেকে প্রস্ততি গ্রহণের পরামর্শ রইল।
শ্রেণি: তৃতীয়- শব্দার্থ লেখা (আরবী থেকে বাংলা, বাংলা থেকে আরবী), বাক্য তৈরি, ফল, ফুল, বার ও মাস ইত্যাদির নামসমূহ, অনুবাদ, আরবি প্রশ্নোত্তর ও আরবি করা ইত্যাদি সম্পর্কিত মোট ৩০ নম্বরের আরবী প্রশ্ন থাকবে। শব্দার্থ, বাক্য তৈরি, যুক্তবর্ণ, বিপরীত শব্দ ও প্রশ্নোত্তর ইত্যাদি সম্পর্কিত মোট ১৫ নম্বরের বাংলা প্রশ্ন থাকবে। ইংরেজী শব্দ তৈরি, শব্দার্থ (বাংলা থেকে ইংরেজী ও ইংরেজী থেকে বাংলা), অনুবাদ, বাক্য পরিবর্তন, বাক্য তৈরি ও যেকোন সম্পর্কে বাক্য লেখা ইত্যাদি বিষয়ে মোট ১৫ নম্বরের ইংরেজী প্রশ্ন থাকবে। গাণিতিক সংখ্যা, ইংরেজী সংখ্যা, যোগ ও বিয়োগ, রোমান সংখ্যা, ক্রমবাচক সংখ্যা ও খালিঘর পূরণ ইত্যাদি সংক্রান্ত মোট ১৫ নম্বর গণিতের প্রশ্ন থাকবে।